অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


শেখ হাসিনার নেতৃত্বে করোনাযুদ্ধে বাংলাদেশ জয়ী হবে: এমপি শাওন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই মে ২০২০ বিকাল ০৪:০০

remove_red_eye

৬০২

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলা ৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, করোনা ভাইরাস সারা পৃথিবীতে ভয়াবহ রূপ ধারণ করেছে। তবে যেকোন দুর্যোগে সব সময় মানব সভ্যতার জয় হয়েছে। এই করোনা যুদ্ধেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জয়ী হব ইনশাআল্লাহ। ভোলাতে প্রধামন্ত্রীর একান্ত প্রচেষ্টায় অতি শীগগীরই করোনা পরীক্ষার ল্যাব (পিসিআর) স্থাপন করা হবে।

বুধবার দুুপুরে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠে ৩ শ আনসার ভিডিপি সদস্য ও ২শ হতদরিদ্র মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এ কথা বলেন এমপি শাওন।

এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল প্রমূখ উপস্থিত ছিলেন।