অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


সাড়ে তিন হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিলেন এমপি মুকুল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মে ২০২০ রাত ১১:১০

remove_red_eye

৬৫৮

বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্যক্তিগত তহবিল থেকে করোনার কারণে কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র সাড়ে তিন হাজার পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য(এমপি) আলী আজম মুকুল। মঙ্গলবার সাংসদ প্রথম দিনে দৈহিক দূরত্ব বজায় রেখে উপজেলার বড়মানিকা, দেউলা, সাচড়া ও গঙ্গাপুর ইউনিয়নের সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ওই খাদ্য সহায়তা তুলে দেন। সাংসদ আলী আজম মুকুল জানান, পবিত্র মাহে রমজানে আমার নির্বাচনী এলাকায় যাতে একজন দরিদ্র মানুষও অভূক্ত না থাকে এজন্য তৃতীয় পর্যায়ে আমার ব্যক্তিগত তহবিল থেকে বোরহানউদ্দিন ও দৌরতখানের ২০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। ২০ রমজানে আবার ২০ হাজার দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে। সংম্লিষ্ট সূত্রে জানান যায়, চাল, ডাল, তেল, আলু, চিনি, চিড়া, ছোলা ও সাবান মিলিয়ে একটি প্যাকেজ প্রতিজন দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। ওই সময় উপজেলা চেয়ারম্যান মো.আবুল কালাশ আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ইউএনও(ভারপ্রাপ্ত)মো. বশির গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।