অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


মহাখালী-বনানীতে সরকারি দুই ভবনে আগুন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

৭২

রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভবন এবং বনানী সেতু ভবনে আগুনের ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আমরা ৪টা ৫০ মিনিটে আগুনের খবর পাই। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।  

সন্ধ্যা ৬টা ২০ মিনিটেও ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আগুনের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষে কয়েকজনের প্রাণও গেছে।

উত্তরা পূর্ব থানা, মিরপুর-১০ গোলচত্বর ও বিটিভিতে আগুনের ঘটনা ঘটেছে।