অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:২৪

remove_red_eye

৭৯

এইচ আর সুমন : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবি, সাধারন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের পরিকল্পিত নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা ছাত্রদল।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ বিক্ষোভ মিছিল করে জেলা ছাএদলের নেতা কর্মীরা।

জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে।
এ সময় উপস্থিত ছিলেন,
ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত  সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার, যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদল নেতা মোঃ এমদাদ হোসেন,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক জাকারিয়া মন্জু,জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, বশির খন্দকার,সালাউদ্দিন, সদর উপজেলা ছাত্রদলের  যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বাপ্পি, তারেক শিকদার, আরিফ,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম,এমরান,আসিফ,ভোলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছোটন,যুগ্ম আহবায়ক আরাফাত ইফতি,সামাদসহ জেলা ছাত্রদলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ