অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে গ্রাম পুলিশ ও আনসার ভিডিপিকে খাদ্য সামগ্রী ও যাতায়ত ভাতা বিতরণ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই মে ২০২০ বিকাল ০৪:২৫

remove_red_eye

৫৯০




চরফ্যাসন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় সামাজিক দূরুত্ব নিশ্চিত করে ১ হাজার ২শ’ গ্রাম পুলিশ ও  আনসার ভিডিপিকে খাদ্য সামগ্রী দিয়েছেন যুব ও  ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি আজ মঙ্গলবার সকালে চরফ্যাশন ঈদগাহ মাঠে খাদ্য সামগ্রী তুলে দেন।
চরফ্যাশন উপজেলার ১ হাজার আনসার ভিডিও এবং ২শ’ গ্রাম পুলিশকে ১০ কেজি করে চাল, চাল, ডাল, আলুর  চিনি, ছোলা, পেয়াজ, মশুর, সয়াবিন, সেমাই, গুড়দুধ, চিড়া, লবনসহ ১০ টি পন্য দেয়া হয়। এসময় গ্রাম গঞ্জ খাদ্য সামগ্রী নিতে আসা আইন শৃঙ্খলারক্ষা বাহিনীর এসব সদস্যদের যাতায়াত ভাতার জন্য দেড়লাখ টাকা প্রদান করেন এমপি জ্যাকব। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সদর উপজেলায়  জেলা  আনসার ভিডিপির কার্যালয়ে প্রায় ৩০০ জন সদস্যের মাঝে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট মো: আহসান উল্ল্যাহ ।