অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৪ই এপ্রিল ২০২৫ | ১লা বৈশাখ ১৪৩২


অপকর্ম ঢাকার জন্য একের পর এক ইস্যু তৈরি করা হচ্ছে: রিজভী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

১১৮

রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য সুকৌশলে একের পর এক ইস্যু তৈরি করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এই বিপর্যয় ঢাকার জন্য কি আতিকুর রহমান রাসেলদের মতো ছাত্রদল নেতাদের গুম করা হয়েছে?’ বেনজীর কাণ্ড, আজিজ কাণ্ড, মতিউর কাণ্ড ঢাকার জন্য এসব করা হচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেন রিজভী।

বৃহস্পতিবার (১১ জুলাই) নয়াপল্টনে নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতে ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চলমান কোটা আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী বলেন, ‘আপনি না পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার আদালত থেকে এটা হল কেন?

রিজভী বলেন, রাসেলের সন্ধানের দাবিতে তার পিতার যে আকুতি আমরা এখানে শুনলাম। এভাবেই বাংলাদেশের আকাশে প্রতিনিয়ত অসংখ্য উল্কাপাত ঘটিয়েছে সরকার। আমরা এমন দেশে বাস করি এমন একটি দেশ যেখানে মনে হচ্ছে চারিদিকে পাহাড়ের গুহা, সেই গুহা থেকে দস্যুদল এসে কোমলমতি ছাত্রদের ধরে নিয়ে যাবে তরুণদের ধরে নিয়ে যাবে নিরুদ্দেশ করে দেবে।

তিনি বলেন, আজ আতিকুর রহমান রাসেল নেই আমাদের কাছে। এখনো তাকে হাজির করা হচ্ছে না। মা হারা একটি ছেলে কোথায় খাচ্ছে কোথায় ঘুমাচ্ছে কোন জায়গায় শুয়ে আছে আমরা জানি না।

বিএনপির এই নেতা বলেন, আমরা যে পৌরাণিক কাহিনি শুনেছি সেগুলোকেও হার মানাচ্ছে। বেনজীরের টাকা কত? বেনজীর কত জমি দখল করেছে? আমরা গণমাধ্যমে যা শুনতে পাচ্ছি তার চাইতেওতো তাদের সম্পদ বেশি হতে পারে যদি পিএসসির একজন ড্রাইভার চতুর্থ শ্রেণির চাকরিজীবী তার যদি ৬০ থেকে ৭০ কোটি টাকার মতো সম্পদ পাওয়া যায় তাহলে তাদের আরও কত বেশি।

তিনি বলেন, ‘আমরা প্রায়ই শুনি অমুখ ডিসি অমুখ বিশ্ববিদ্যালয়ের অমুখ হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। অমুখ এসপি তিনি আরেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতেন। এত ছাত্রলীগ ডিসি, এসপি, ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয় কি করে? এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে এই কাজগুলো করা হয়েছে।’

গুমের সংস্কৃতি তৈরি করেছে এই সরকার, এমন মন্তব্য করে রিজভী আরও বলেন, ‘শুধুমাত্র নিজের সিংহাসন রক্ষা করার জন্য আজ গুম-খুনের পদ্ধতি অবলম্বন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র যুগ্ম-সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ অনেকে উপস্থিত ছিলেন।