অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


হোসাইনিয়া মাদ্রাসার কৃতি ৭২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০১৯ রাত ১১:৫১

remove_red_eye

১০৯৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন পরিচালিত বৃত্তি পরীক্ষায় হোসাইনিয়া প্রিপারেটরি মাদ্রাসা থেকে কৃতিত্ব অর্জনকারীদের ক্রেস্ট, সদনপত্র এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার সকালে ভোলা শহরের যুগিরঘোলস্থ হোসাইনিয়া প্রিপারেটরি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন, হাফেজ মো: ফজলুর রহমান ফারুক, হাফেজ মোবারক করিম, হাফেজ আল আমিন, মো: ইব্রাহিম খলিল, মো: হেলাল উদ্দিন, আশ্রাফুল আলম, আব্দুল হান্নান, মো: সালাউদ্দিন, আরিফুল ইসলাম, মো: ফরিদ উদ্দিন, আনোয়ার হোসেন প্রমূখ।
এ সময় প্রতিষ্ঠানের প্রধান মাওলানা আব্বাস উদ্দিন বলেন, আজকের এই কোমলমতি শিশুরাই আগামী দিনে জাতির দায়িত্বভার গ্রহণ করবে। তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা শিক্ষক অভিভাবক সকলকে স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি এই মেধাবী শিক্ষার্থীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
পরে তিনি ওই মাদ্রাসা থেকে বৃত্তি প্রাপ্ত ট্যালেন্টপুল এবং সাধরণ গ্রেডে মোট ৭২ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র, ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করেন।