অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে ঘর উপহার দিলেন এমপি মুকুল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

২৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলায় ফজলুর রহমান নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে ঘর উপহার দিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। আজ সোমবার দুপুরে চরখলিফা  ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কলাকোপা গ্রামে আনুষ্ঠানিকভাবে পরিবারটির কাছে ঘরের চাবি হস্তান্তর করেন এমপি মুকুল। এসময় তিনি পরিবারটীকে নতুন ঘরে তুলে দিয়ে বলেন, আমার বাবা - মা নেই। এরাই আমার বাবা মা। আমার নির্বাচনি এলাকার জনগণের সেবা করার মাধ্যমে আমি আমার বাবা মায়ের সেবা করছি। আমার বাবা মা বেচে থাকলে আমি যেমন তাদের জন্য রতাম, এখন আমার নির্বাচনি এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার মানুষর জন্য সেরকম সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। 
 
দৃষ্টি প্রতিবন্ধী ফজলুর রহমানের এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করেন। তিনি ভাঙাচোরা একটি ঝুপড়ি ঘরের মধ্যে মানবেতর  জীবন যাপন করতেন। 
 
এমপি মুকুল জানান, সামাজিক যোগাযোগ এর মাধ্যমে বিষয়ট তার দৃষ্টিগোচর হলে তিনি নতুন ঘর তুলে দেন। পাশাপাশি অসহায় এই পরিবারটিকে প্রতিমাসে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের ব্যবস্থা করে দিয়েছেন।  
 
এ সময় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, মানুষ মানুষের জন্য। মানুষকে সেবা করার মহান লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তাই আজকে অসহায় এই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।