অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে বর্ণিল আয়োজনে আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

২৯০

           বোরহানউদ্দিন একাদশ তজুমদ্দিন উপজেলা একাদশ ১-১ গোলে ড্র

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে উপজেলা ক্রীড়া সংস্থার বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সংসদ সদস্যের নামে আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে সরকারি আবদুল জব্বার কলেজ মাঠে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই টুর্নামেন্ট উদ্বোধন করেন। কেক কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর সরোয়ার শিমুলের  লেখা ও কবি হাসান মাহমুদের সুর করা টুর্ণামেন্টের থিম সং পরিবেশিত হয়। থিম সং পরিবেশনের পর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ শান্তির প্রতীক পায়রা,বেলুন উড়ান। এরপর জাতীয় পতাকা ও টুর্ণামেন্টের পতাকা উত্তোলন করে টুর্নামেন্ট উদ্বোধন করেন আলী আজম মুকুল এমপি। উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি। এসময় স্থানীয় সংসদ আলী আজম মুকুল আরো বলেন,এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ  বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজ মাঠে মিলন মেলায় রুপ নিয়েছে হয়েছে। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশের আনাচে-কানাচে সর্বত্র এ খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।তাই ফুটবল খেলার সর্বোত্র ছড়িয়ে দিতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে।  তিনি বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে।এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে। তাই খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে অপসাংস্কৃতি ও  মাদকের হাত থেকে দূরে  রাখতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে  বলে মন্তব্য করেন এমপি।
আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. জাফর উলস্নাহ চৌধুরী,পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারম্নল আলম লিটন।  উদ্বোধনী খেলায় বোরহানউদ্দিন উপজেলা একাদশ তজুমদ্দিন উপজেলা একাদশের সাথে প্রতিদ্বন্ধিতা করে। নির্ধারিত সময়ে বোরহানউদ্দিন একাদশ তজুমদ্দিন উপজেলা একাদশ ১-১  গোলে ড্র করে। খেলা পরিচালনা করেন, বরিশাল থেকে আগত রেফারী মোস্তফা জয়। তাঁকে সহযোগীতা করেন, নাজমুল ও কামরম্নল ইসলাম। আয়োজক কমিটি জানান, এ ফুটবল টুর্নামেন্ট আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। জেলার ছয়টি উপজেলার ছয়টি দল এ টূর্ণামেন্টে অংশ নিচ্ছে।