অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় সংঘর্ষের ঘটনায় সাবেক চেয়াম্যানের বিরুদ্ধে মামলা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩রা মে ২০২০ সন্ধ্যা ০৭:৫৮

remove_red_eye

৭৯৫

মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় বর্তমান ও সাবেক চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মনপুরা ইউনিয়নের সেই সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার সহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করলেন গুরুত্বর আহত ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগ। 

 

শনিবার রাত সাড়ে ১০ টায় মনপুরা থানায় এই মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করছেন মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেননি বলে জানান তিনি।

 

মামলার বাদী ও আহত সোহাগ জানান, মাছের গদি থেকে হোন্ডাযোগে বাড়ির ফেরার পথে গতি রোধকরে সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনসহ অন্যান্যরা আমাকে মারধর করে গদির মাছ বিক্রির টাকা ছিনিয়ে নেয়।

 

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, মনপুরার রামনেওয়াজ সংঘর্ষের ঘটনায় আহত যুবলীগ নেতা সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনকেসহ ২৫ জনকে আসামী করে মামলা করেছেন। আসামীদের গ্রেফতারে পুলিশি চেষ্ঠা অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার চেয়ারম্যান থাকাকালীন ১৫০০ হাজার একর হিন্দুদের জমি দখলের অভিযোগে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি ও বনবিভাগের মামলা ছিল। এছাড়াও এক স্কুল শিক্ষকের গলায় রশি বেঁেধ ঘুরানো অভিযোগ রয়েছে ওই সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে।