অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩২


সরকারের আশ্রয়ে আরও দুর্নীতিবাজ আছে: ফারুক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জুন ২০২৪ বিকাল ০৫:১২

remove_red_eye

১৪৭

‘আজিজ-বেনজীরের মতোই আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয়েই আছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (২৮ জুন) দুপুরে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ দাবি করেন।

তিনি বলেন, আজকে কোথায় বেনজীর, কোথায় আজিজ, কোথায় মতিউর? আবার নতুন করে ফয়সলেরা আবিষ্কার হয়েছে।

ফারুক বলেন, বাংলাদেশে এভাবে বহুলোক সরকারের আশ্রয়ে আছে যারা কোটি কোটি, হাজার হাজার টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়ি করে সুইমিং পুল তৈরি করে রাত্রে সাঁতার কাটে। এসব লোকদেরকেও আপনাকে বের করতে হবে। নইলে বাংলাদেশের মানুষ আপনাকে কোনো দিনও ক্ষমা করবে না।

 

বিরোধীদলের সাবেক প্রধান হুইপ বলেন, ওবায়দুল কাদের সাহেব, যেভাবেই কথা বলছেন, কথা বলেন। বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্র দিয়ে, কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে এক দিনের জন্য এখনো নিতে পারেন নাই। তাই ভাইয়ে ভাইয়ে নির্বাচন, ডামি নির্বাচন। এমপি হবেন, এমপির ছেলে উপজেলা চেয়ারম্যান হবে, এমপির বউ পৌরসভার চেয়ারম্যান হবেন, এটা বাংলাদেশের জনগণ কখনো চায় না। যে গণতন্ত্রকে আপনারা হত্যা করেছেন ৫ মিনিটে সংসদে দাঁড়িয়ে, যে ভোটের বাক্স হেলিকপ্টারে করে এনে এমপি নির্বাচিত করেছেন সেই আওয়ামী লীগ আবারও ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এ ৭ জানুয়ারির কথিত নির্বাচনের মধ্য দিয়ে দেশের মসনদে বসেছে, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে, তারেক রহমানকে দেশের বাইরে রেখে, চৌধুরী আলম, ইলিয়াস আলীকে গুম করে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাসদের জেলে রেখে আপনারা মনে করেছেন এদেশে বিএনপির রাজপথের আন্দোলনকে ঠেকাবেন। আমরা বলে দিতে চাই, এটা জনগণ, বিএনপি কখনো মেনে নেবে না।

ফারুক আরও বলেন, বক্তব্য স্পষ্ট, আমার বুকের ওপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করবেন, আমার স্বাধীন ভূমির ওপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করে ত্রিশ ঘণ্টার পথ সাত ঘণ্টা করবেন। আমাদের আপত্তি একটাই যে, আমার সার্বভৌম দেশ যে দেশে জন্যর অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। নির্মম সত্য হলেও বলতে হয় সেই কথা আপনাদের মনে নাই। আপনাদের তখন কি মনের ভেতরে ছিল জনগণকে তা বলা শুরু করেছে, ‘দেশ স্বাধীন করে দেবো কিন্তু বাংলাদেশের মাটি আমি ব্যবহার করবো’।

‘তিনি বলেন, আমি বলে দিতে চাই, ভারতের সঙ্গে এসব অসম চুক্তি বলেন, সমঝোতা বলেন এসব জনগণ মানে না, আমরা মানি না, মানতে পারি না। এসব অসম চুক্তি বাতিল করুন। বিএনপিকে বলবো, এমন কর্মসূচি দেন যেই কর্মসূচির মাধ্যমে ভারতীয় আগ্রাসনে জনগণ সোচ্চার হতে পারে।

 

জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে ভারতের সঙ্গে ‘অবৈধ সরকারের অবৈধ চুক্তি-সমঝোতা’র প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়।

প্রজন্ম বাংলাদেশের সভানেত্রী বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বিএনপির আবদুল সালাম আজাদ, আবদুল ওয়াদুদ ভুঁইয়া, কাদের গণি চৌধুরী, মাওলানা শাহ নেছারুল হক, বিভিন্ন সংগঠনের মাওলানা আলমগীর হোসেন, ইসমাইল হোসেন তালুকদার খোকন প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।

 





সমাজে তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ  কি বিপথগামী !   কারণ ও উত্তরণের উপায়

সমাজে তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ কি বিপথগামী ! কারণ ও উত্তরণের উপায়

ভোলায় মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবীতে মানববন্ধন

ভোলায় মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবীতে মানববন্ধন

ভোলায় দরিদ্র নারীদের খাদ্য সহায়তা ও কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ

ভোলায় দরিদ্র নারীদের খাদ্য সহায়তা ও কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ

দৌলতখানের মদনপুর ইউনিয়নের বিএনপির অফিস উদ্বোধন

দৌলতখানের মদনপুর ইউনিয়নের বিএনপির অফিস উদ্বোধন

ভোলায় টানা বৃষ্টিতে রাস্তাঘাটে কাঁদা পানি কৃষকরা শঙ্কায়

ভোলায় টানা বৃষ্টিতে রাস্তাঘাটে কাঁদা পানি কৃষকরা শঙ্কায়

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

লালমোহনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

লালমোহনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

লালমোহনে দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে দুই সন্তানের জননী আটক

লালমোহনে দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে দুই সন্তানের জননী আটক

ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করেছে কোস্টগার্ড

ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করেছে কোস্টগার্ড

আরও...