অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে অসহায় কর্মহীন শ্রমজীবীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২রা মে ২০২০ রাত ১১:১৯

remove_red_eye

৬৪৯

চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনে হত দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌরসভার ৪নং ও ৫নং ওয়ার্ড এবং জিন্নাগড় ৩নং এবং ৪ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার ৫শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা ছাত্রললীগর সভাপতি হায়াত আলি চৌধুরী রিজভির উদ্যোগে চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের রূপকার, যুব ক্রিড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদিয় স্থায়ি কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষ থেকে কর্মহীন ও হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তায় চাল,ডাল,তৈল,আলুসহ অন্যান্য ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হত দরিদ্রদের পাশে থাকার জন্যই চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের এ উদ্যোগ বলে জানান সভাপতি হায়াত আলি চৌধুরী রিজভি। তিনি বলেন, চরফ্যাশন মনপুরার গণ মানুষের জননেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নির্দেশে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা ছাত্রলীগের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।