অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলার বোরহানউদ্দিনে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এমপি মুকুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মে ২০২০ রাত ০৮:০৪

remove_red_eye

৮৪৭

বোরহানউদ্দিন প্রতিনিধি:: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১০ হাজার হতদরিদ্রদের মাঝে দ্বিতীয়ধাপে খাদ্য সামগ্রী বিতারণ করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুর। আজ সকালে বোরহানউদ্দিন উপজেলার ইয়াছিন পারা মহাবিদ্যালয়ের মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতারণ করা হয়। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হতদরিদ্র ও নিন্ম আয়ের মানুষের খাদ্যসঙ্কট পুরন করার জন্য    তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া এবং হাসাননগর ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতারণ করেন।এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশীর গাজী,পৌর মেয়র রফিকুল ইসলাম।