অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে ১০ ইউনিয়নে আ’লীগের কমিটি ঘোষণা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০১৯ রাত ০৯:১৫

remove_red_eye

৯২০

আমিনুল ইসলাম, চরফ্যাশন|| চরফ্যাশন উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক পদে যারা নির্বাচিত তারা হলেন আমিনাবাদ ইউনিয়নে সভাপতি মোঃ হোসেন মাতাব্বর, সম্পাদক সাইদুর রহমান মিঠু, ওসমানগঞ্জ ইউনিয়নে সভাপতি আবুল কাশেম মোল্লা, সম্পাদক বজলুর রহমান মাস্টার, আবু বকরপুর ইউনিয়নে সভাপতি মোঃ সফি হাওলাদার, সম্পাদক প্রভাষক নুর হোসেন, আবদুল্লাহপুর ইউনিয়নে সভাপতি ইলিয়াছ মাস্টার, সম্পাদক ইসমাইল হোসেন রাসেল, আসলামপুর ইউনিয়নে সভাপতি নুরে আলম মাস্টার, সম্পাদক সিরাজুল ইসলাম নবাব কাজী, উমরপুর ইউনিয়নে সভাপতি মুক্তিযোদ্ধা এনামুল হক মাস্টার, সম্পাদক সিরাজুল ইসলাম রিজন, হাজারীগঞ্জ ইউনিয়নে সভাপতি সেলিম হাওলাদার, সম্পাদক কামাল হোসেন মুজিব, জাহানপুর ইউনিয়নে সভাপতি আলি আকবর ফরাজি, সম্পাদক নাজিম উদ্দিন, কুকরি মুকরি ইউনিয়নে সভাপতি বিভূতি ভূষন বাবুল, সম্পাদক শাজাহান খোকন ও ঢালচর ইউনিয়নে সভাপতি আবদুস ছালাম হাওলাদার, সম্পাদক আবুল কালাম পাটওয়ারী।
আগামী তিন বছরের জন্য ইউনিয়ন আওয়ামীলীগের এই কমিটির মেয়াদ। গত ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর ৫দিন ব্যাপি স্ব- স্ব ইউনিয়নে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি ১০ ইউনিয়ন আওয়ামীমীলীগের কমিটি অনুমোদন দেন।
কাল ৩১ অক্টোবর হতে ৪ নভেম্ব^র আরো ১১ ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।