অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ১৩ কোটি টাকা ব্যয়ে সাড়ে পাঁচ কিঃমিঃ পাকা সড়ক প্রশস্তকরন কাজ উদ্বোধন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে জুন ২০২৪ সন্ধ্যা ০৭:১৪

remove_red_eye

২২৩

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলা শম্ভুপুর ইউনিয়নের মুচিবাড়ি কোনা টু দক্ষিণের খাসেরহাট সড়কের সাড়ে পাঁচ কিঃমিঃ রাস্তার দুই পাশে বর্ধিতকরণ কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। 
 
বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৫ ঘটিকার সময় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন উপজেলার মুচিবাড়ি কোনার গোলকপুর রাজকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তার কাজ উদ্বোধন করেন। ১২ ফুটের রাস্তাটি দুই পাশে ৩ ফুট করে ৬ ফুট বৃদ্ধি করে ১৮ ফুট বাস্তবায়ন করা হবে।
 
স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী হাছনাইন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,তজুমদ্দিন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া,চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ কিরন, সোনাপুর চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিশু, মহিলা কলেজ অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, জেলা পরিষদ সদস্য মোঃ ইশতিয়াক হাসান প্রমুখ।