অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


দৌলতখানে কৌশর মেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জুন ২০২৪ রাত ১০:৫২

remove_red_eye

১৮০

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে উপজেলা পর্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব, বিশেষ ব্যক্তিত্ব গণের সম্মাননা এবং মেন্টরদের পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলার সুকদেব মদন মোহন  মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ)  সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।  গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপসহকারী পরিচালক ডাক্তার তরুণ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আকিক আনোয়ার, উপজেলা সমাজসেবা অফিসার পাপিয়া সুলতানা, সুকদেব মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান, হালিমা খাতুন মহিলা কলেজের শিক্ষক আব্দুল কাদের উজ্জল চৌধুরী, দৌলতখান পৌরসভার মহিলা কাউন্সিলর আমেনা বেগম। অনুষ্ঠাৃনে    দৌলতখান উপজেলায় কৈশোর কর্মসূচি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচী সংক্রান্ত প্রতিবেদন প্রকাশে এবং সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মোঃ আবুল খায়ের কে, ক্রীড়া অঙ্গনে বিশেষ অবদানে সুকদেব মদন মোহন বিদ্যালয়ের শিক্ষক  মোঃ জসিম উদ্দিনকে, সাংস্কৃতিক বিষয়ক উপস্থাপনা কবিতা ও গল্প লেখক প্রতিভাবান সংগীত শিল্পী হিসেবে বিশেষ অবদানে দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আমেনা ফাহিমকে, বিভিন্ন সামাজিক কর্মকান্ডের বিশেষ অবদানে আনোয়ার হোসেন সেলিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিযোগীর মধ্যে    সংগীতে ৬জন, রচনায় ৬জন, স্বাস্থ্য সচেতনতায় ৩জন  ও স্টোরে ৩জনকে প্রতিযোগিতায় বিজয়ী মোট ১৮ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জন উন্নয়ন সংস্থার ফোকালপার্সন মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজে ইউএস)