অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি: ভোলায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১লা মে ২০২০ রাত ০১:১৫

remove_red_eye

১৭২৪

অচিন্ত্য মজুমদার:: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মো: তানজিল ( ৩৫ ) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্টা পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত মোশাহেদ হোসেনের ছেলে। 

জানা গেছে,  দুপুরে ওই যুবক মোটরসাইকেল নিয়ে শহরে বের হলে সঙ্গত কারনে ভ্রাম্যমান আদালত তাকে জরিমানা করে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। বিষয়টি তাৎক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। পরে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।
 
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিষয়টি নিশ্চিত করে জানান,  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মো: তানজিল নামের এক যুবককে শহরের উকিল পাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ( ২০১৮ ) একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।