অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে মুদি দোকান থেকে জেলে সহায়তার চাল জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জুন ২০২৪ রাত ১০:০৪

remove_red_eye

২৫৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনের রানিগঞ্জ বাজারে মুদি দোকান থেকে সরকারি খাদ্য সহায়তার ১ হাজার ১৭০ কেজি (৩৯ বস্তা) চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রোবারহানউদ্দিনের সহকারী কমিশনার (ভুমি) মো. এমরান জাহিদ খান ও অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির চালগুলো জব্দ করেন। স্থানীয়দের অভিযোগ জেলে সহায়তার চাল (ভিজিএফ) বিতরণ না করে বাজারে বিক্রী করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বিনামূল্যে খাদ্য সহায়তার চাল সুবিধাভোগিদের না দিয়ে রানিগঞ্জ বাজারের শাজাহান সিকদারের মুদি দোকানে মজুদ করা হয় বিক্রীর জন্য।এমন খবর পেয়ে বোরহানউদ্দিনের সহকারী কমিশনার (ভূমি) এমরান জাহিদ খান ও অফিসার ইনচার্জ মো. শাি হন ফকির অভিযান চালিয়ে দোকানে মজুদ করা ৩৯ বস্তা চাল জব্দ করেন। ইমরান জাহিদ খান জানান, সরকারি চাল যার অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে এবং যে কিনেছেন দুই জনের বিরুদ্ধেই নিয়মিত মামলা করা হবে। তারা জব্দকৃত ৩৯ বস্তা চালগুলো দোকান মালিক শাজাহানের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
দোকান মালিক শাজাহান সিকদার জানান, তিনি মমিন ভুইয়া নামের এক ব্যক্তির কাছ থেকে দুই টন চাল কিনেছেন। টন প্রতি দাম ৪০ হাজার টাকা। তবে মমিন ভুইয়া জানান, এগুলো একটি মন্দিরের নামে বরাদ্দ দেয়া। মন্দির কৃর্তপক্ষ চালগুলো বিক্রী করেছেন তার মাধ্যমে।