অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে গৃহহীনদের পাশে দাঁড়ালেন ইউএনও


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুন ২০২৪ রাত ০৮:৩৬

remove_red_eye

২৮১

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে মাটিতে মিশে যাওয়া বসতঘর হারানো গৃহহীনদের পাশে আর্থিক ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মো. রায়হান-উজ্জামান। সোমবার (৩ জুন) দুপুরে নিজে উপস্থিত হয়ে উপজেলার দুই ইউনিয়ন ও পৌর এলাকার তিনটি পরিবারের হাতে ওই সহায়তা তুলে দেন।
উপজেলার সাঁচরা ইউনিয়নের দরুইন গ্রামের অসহায় শহিদুলের স্ত্রী আচমা বেগম, তেঁতুলিয়া নদী সংলগ্ন কুতুবা ইউনিয়নের ছোট মানিকা গ্রামের কয়ছর গাজী ও পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের আ. রহিমের হাতে নগদ ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা হস্তান্তর করেন। এর আগে ওই পরিবারগুলোকে ৩০ কেজি করে চাউল দেয়া হয়।

ইউএনও মো. রায়হান-উজ্জামান বলেন, ক্ষতিগ্রস্থদের মধ্যে সহায়-সম্বলহীন,নি:স্ব,অসহায় পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে। ভবিষ্যতেও দেয়া হবে। খাস জমি প্রাপ্তি সাপেক্ষে ৩ জনকে ঘর নির্মাণ করে দেওয়া হবে।
ওই সময় যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,কুতুবা উনিয়নের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ, সাঁচরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিবুল্লাহ মৃধা, প্রকল্প বাস্তবায়ন, কর্মকর্তা সোহেল হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান, জেএম.মমিন, সাইফুল ইসলাম আকাশ উপস্থিত ছিলেন।