বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬
২৯১
সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত
নীল রতন, বোরহানউদ্দিন থেকে : ঝিনাইদহ- ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা কান্ডে অভিযুক্ত সিয়ামের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন পৌর সভার ৮ নং ওয়ার্ডে। আনার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলাউদ্দিন মিয়ার বড় ছেলে। দুই সন্তানের মধ্যে সিয়াম বড়।
এদিকে এমন জঘন্যতম হত্যাকান্ডের ঘটনার পরিবার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এলাকাবাসী। ঘৃন্যতম এ হত্যা বিচার চেয়েছেন তারাও।
এমপি হত্যা মামলার অভিযুক্ত আসামী সিয়ামের বাবা আলাউদ্দিন এবং মা ফিরোজা খানন এমন হত্যাকান্ডের ঘটনায় হতবাক হলেও তদন্ত পূর্বক সঠিক তদন্তের মাধ্যমে খুনির বিচার চেয়েছেন। ছেলের পরিচয় দিতে গিয়ে লজ্জা পাচ্ছেন তারা।
ভোলার বোরহানউদ্দিনের পৌর ৮ নং ওয়ার্ডে সিয়ামদের বাড়িতে গিয়ে জানা গেছে, ৩৮ বছর আগে চাকুরির সুবাদে বরিশাল নগরীর বটতলা নামক বাসা থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৮ নং ওয়ার্ডে বাসবাস শুরু করেন স্কুল শিক্ষক আলাউদ্দিন মাস্টার ও তার পরিবার। আলাউদ্দিন মিয়া প্রথমে একটি সুইডিস মিশন স্কুলে চাকুরি করলেও পরবর্তিতে প্রাথমিক বিদ্যালয়ে চাকুরি করেন। বর্তমানে অবসরে আছেন ।
সিয়াম স্থানীয় কুতুবা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর পড়ালেখা করতে চলে যায় ঢাকায় । রাজধানী ঢাকার ইন্টারন্যাশন ইউনিভারসিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে শেখ রাসেল ক্রীড়া চক্রে ৩ বছর চাকুরি করেন।
পরে বেশ কিছুদিন বেকার সময় কাটানের পর নতুন চাকুরিতে যোগদান করলেও কি চাকুরি করতেন তা জানতেননা তার পরিবার।
তবে গত ২৫ মে সর্বশেষ পরিবারের সাথে যোগাযোগ হলে সিয়াম নেপালে যাওয়ার কথা বলে তার বাবা-মাকে।
সামাজিক যোগাযোগ ও গনমাধ্যমে সংসদ সদস্য হত্যা সাথে ছেলে সংশ্লিষ্টতার কথা শুনে অনেকটাই হতবাক সিয়ামের বাবা মা। ঘটনার সাথে জড়িত থাকলে ছেলে বিচার চান সিয়ামের বাবা-মা ।
সিয়ামের বাবা মোঃ আলাউদ্দিন ও ফিরোজা খানম বলেন, সিয়াম ছোটবেলা থেকেই ছিলো মেধাবি। কখনও কোন খারাপ পথে চলতে দেখেননি তারা। কিন্তু হত্যার বিষয়টি নিয়ে আমরা ভীষন চিন্তিত। তবে যদি সে জড়িত থাকলে তাহলে তার যেন শাস্তি হয়।
সংসদ সদস্য হত্যার ঘটনার সাথে অভিযুক্ত সিয়ামের প্রতি ঘৃনা ও নিন্দা জানান, এলাকাবাসি। সুষ্ঠ তদন্তের মাধ্যমে খুনির ফাঁসি চান তারা।
কয়েকজন এলাকাবাসির সাথে কথা হলে তারা জানান, ঢাকায় যাওয়ার পর তার জীবন যাপন কেমন ছিলো, সেটা তাদের জানা নেই।
জানতে চাইলে বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, সিয়ামের বিচারের মাধ্যমে ভোলার বোরহানউদ্দিন উপজোলা কলংঙ্ক মুক্ত হবে বলে আমি মনে করছি। তার শাস্তি দাবী করছি।
জানাযায়, কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মে) নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে কাঠমান্ডুর একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।
আটক সিয়াম এমপি আজিমের লাশ গুমে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তিনি আক্তারুজ্জামান শাহীনের সহকারী হিসেবে কাজ করতেন বলে তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র থেকে জানা গেছে।
সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে বলে জানা গেছে।
সিয়ামের রাজধানির জীবন যাপন সম্পর্কে এলাকাবাসি কিংবা বাবা মায়ের সঠিকভাবে জানা না থাকলেও হত্যার ঘটনা নিয়ে চরমভাবে মর্মাহত তারা।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক