অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ঘুর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ্য পরিবারের মধ্যে ত্রান বিতরন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে মে ২০২৪ রাত ০৯:২০

remove_red_eye

২৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রান বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে  উপজেলার সাচড়া ও গঙ্গাপুর ইউনিয়নের ৫৭৫ টি পরিবারের মধ্যে ত্রান বিতরন করা হয়।
সুইডেন সরকারের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনে (এমজেএফ) সহযোগিতায় “কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া” প্রল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা  জিজেইউএস) খাদ্যগুলো বিতরণ করে। বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক কমৃসুচি এন্ড লিগ্যল অ্যাডভোকেট বীথি ইসলাম। উপস্থিত ছিলেন গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ সদস্য নীলা আলম, আফসুরা বেগম, প্রকল্প সমন্বয়কারী বাবুল আখতার, মোঃ আব্দুল জব্বার, প্রকল্প সমন্বযকারী, সমৃদ্ধি, আবুল হাসান, শাখা ইনচার্জ গংগাপুর, ক্রিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ইরিন ইসরাত, ফিল্ড ফ্যাসিলিটেটর সামিয়ামৌ, অ্যাডমিন ও অ্যাকাউন্টস অফিসার মোঃ জাফর উল্লাহ, ফিল্ড ফ্যাসিলিটেটর ইকবাল হোসেন অভি প্রমুখ। ত্রানের মধ্যে ছিলো প্রতিটি প্যাকেটে  ৭ কেজি চাল ও ৩ কেজি করে মশুরডাল । এ ছাড়াও আশ্রয়কেন্দ্রে আসা বানভাসিদের শুকনো খাবার বিতরণ করা হয়।