অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় তোফায়েল আহমেদের খাদ্যসামগ্রী পেলো ১০ হাজার পরিবার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২০ বিকাল ০৩:২৬

remove_red_eye

১৪১৭

বাংলার কন্ঠ প্রতিনিধি:: করোনা ভাইরাসের কারনে ভোলায় পবিত্র রমজান মাসে ঘরে থাকা বিভিন্ন পেশার কর্মহীন ১০ হাজার পরিবারের ঘরে ঘরে ভোলা-১ আসনের সংস দসদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে তৃতীয় দফায় ইফতার ও খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ দুপুর ১২ টায় ভোলা সদর উপজেলা পরিষদের হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি। ব্যক্তিগত উদ্যোগে তিনি এই ব্যবস্থা করেছেন। সামাজিক দূরুত্ব নিশ্চিত করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতারা এই খাদ্যসমূহ ঘরে ঘওে পৌঁছে দিবেন। এতে থাকছে চাল, ডাল, আলু, ছোলা, চিনি, তেল, পেঁয়াজ, খেজুরসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। ইতি পূর্বেও ২ দফা ৩০ হাজার মানুষের মাঝে ত্রাণ দিয়েছেন তিনি।

এ সময় ভিডিও কনফারেন্সে তোফয়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কৃষক, ব্যাবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের জন্য একটি নির্দেশনা ও প্যাকেজ দিয়েছেন। আমরা যদি প্রধানমন্ত্রীর নির্দেশনার সেই পথে পরিচালিত হই, তাহলে আমরা আশা করি এই দুর্যোগ মোকাবেলা করতে কোন বেগ পেতে হবেনা। করোনা ভাইরাস যতোক্ষন থাকবে আমরা ততক্ষন মানুষের পাশে থাকবো।

তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রীর কণ্ঠে কন্ঠ মিলিয়ে বলেন, আধারের পরে আলো আমাদের জীবনে আসবে। আমরা আশা করি ওই অন্ধকার অচিরেই ঘুচে যাবে।

এ সময় তিনি নেতাকর্মীদের সততার সাথে নিষ্ঠার সাথে দুরত্ব বজায় রেখে এসব ত্রাণ বিতরন করার জন্য নির্দেশ দেন।

 এদিকে খাদ্য সামগ্রি বিতরনকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহরুল ইসলাম নকিবসহ দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ।