অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২০ রাত ১২:০৩

remove_red_eye

৮৫০

চরফ্যাশন ভোলার চরফ্যাশনের নুরাবাদ ২নং ওয়ার্ডে বুধবার ভোরে  মোছাঃ রাশিদা বেগম( ৩৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  নিহত গৃহবধূ উপজেলার নুরাবাদ ইউনিয়ন ২ নং ওয়ার্ড এর মোঃ হাফেজ ফরাজীর স্ত্রী।

 স্থানীয় সূত্রে জানা যায় যে,মোঃ হাফেজ ফরাজীর  প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিবাহ করেন রাশিদা বেগম কে  গত ২৬/০৪/২০ ইং রাশিদা বেগমের সাথে তার প্রথম স্ত্রীর সন্তানদের মধ্যে পারিবারিক ঝগড়া বিবাদ হয় ফলে দ্বিতীয় স্ত্রী রাশিদা বেগম দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দুইদিন যাবত রাশিদা বেগম ডায়রিয়ায় ভুগছেন  বুধবার ভোরে নিজ বসতঘরে তার লাশ পাওয়া যায়। নিহত রাশিদা বেগম এর মৃত্যু নিয়ে প্রশ্ন দেখা দিলে   দুলারহাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। তবে এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা দায়ের করা হয়নি ।
 
দুলারহাট থানা  অফিসার ইনচার্জ  ইকবাল হোসেন  বলেন  লাশ ময়নাতদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে। রিপোর্টে এলে জানাযাবে হত্যা না ডায়রিয়া জনিত কারণে  মারা গেছ।