অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু: দেখতে এসে হার্ট অ্যাটাকে ফুফুর মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২০ রাত ১১:৪৮

remove_red_eye

১৩১০

চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনের দুলারহাটে বুধবার সকালে পানিতে ডুবে সীমা (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর শুনে তার ফুফু নেপু বিবি (৪৫) হার্ট অ্যাটাক করে মারা যায়। নিহত সীমা উপজেলার চর তোফাজ্জল গ্রামের নূরে আলম এর মেয়ে। নেপপু বিবি একই গ্রামের আলমগীরের স্ত্রী।

 

দুলারহাট থানার পুলিশ উপ-পরিদর্শক স্থানীয়দের বরাত দিয়ে জানান, সীমা দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। বুধবার বিকেলে থালা-বাটি পরিষ্কার করতে পুকুর ঘাটে গেলে পানিতে পড়ে তার মৃত্যু হয়। তার মা তাকে খুঁজতে এসে তার লাশ পানিতে দেখতে পায় । সীমার মৃত্যুর সংবাদ পেয়ে তার ফুফু নেফু বিবি ওই বাড়িতে এসে হার্ট অ্যাটাক করে। পরে তাকে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।