অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে জাফর উল্লাহ চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মে ২০২৪ রাত ১০:০০

remove_red_eye

৫৯২

বোরহানউদ্দিন প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে ২৯ হাজার ৭১৬  ভোট পেয়ে আনারস প্রতিকের জাফর উল্লাহ চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি দোয়াত-কলম প্রতিকের মো. আবুল কালাম পেয়েছেন ১৯ হাজার ১৭ ভোট। সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খান ওই তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার(২১ মে) উপজেলার ৮২ টিকেন্দ্রে অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। শতকরা ভোটের হার ছিলো ৩০ দশমিক ৮২। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. আলী হিরা তালা প্রতিকে ২৭ হাজার ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি হাসিব চৌধুরী বাঁধন উড়োজাহাজপ্রতিকে পেয়েছেন ১৬ হাজার ২৩২  ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকতারুন নেছা কলস প্রতিকে ৩৭ হাজার ৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মাহফুজা ইয়াসমিন প্রজাপতি প্রতিকে পেয়েছেন ১৫ হাজার ৪১৬  ভোট।