অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় পথসভা মোটরসাইকেল ও উড়োজাহাজ প্রতীকে ভোট দেয়ার আহবান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মে ২০২৪ দুপুর ০২:৫৩

remove_red_eye

২৯২

মোঃ ইসমাইল : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে রেখে পথসভা ও গণসংযোগে ব্যস্থ সময় পার করছেন করছেন প্রার্থীরা।  শুক্রবার বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পরিষদ মাঠে পথসভা করেছেন মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ ও উড়োজাহাজ প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী নেওয়াজ পলাশ। বৃহস্পতিবার উত্তর দিঘলদী ইউনিয়নে ঘুইংগারহাট বাজার এলাকার ৭১ নং ঘুইংগারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভা করেছেন মোটরসাইকেল ও উড়োজাহাজ প্রতীকের প্রার্থীরা।

এসময় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ আহামেদ বলেন, আমি বিগত দিনে নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করিনি। জনগণের জন্য কাজ করে আসছি। তাই আমি আশাবাদী আগামী ২১ মে জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ই করবে। ইনশাআল্লাহ আমি বিজয়ী হলে সকল মানুষের সেবা করব। সাধারণ মানুষের পাশে থাকবো।
এ সময় পথসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী (উড়োজাহাজ মার্কা) শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সায়েম প্রমূখ।
সময় বক্তারা, চেয়ারম্যান পদে মোহাম্মদ ইউনুসকে মোটরসাইকেল ও ভাইস চেয়ারম্যান পদে আলী নেওয়াজ পলাশকে উড়োজাহাজ মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান।





আরও...