অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে জনস্বাস্থ্য ওপুষ্টি প্রতিষ্ঠানের ত্রাণ বিতরণ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ বিকাল ০৫:৫২

remove_red_eye

৬৬৭

চরফ্যাশন প্রতিনিধি::  ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে মঙ্গলবার সকাল ১০ টায় জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত " জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০" উপলক্ষে  গরীব,  অসহায় ও দিনমজুরদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক এস এম মোরশেদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। 

হাসপাতাল সূত্র জানায়- ৬০ জনকে ত্রাণ সহায়তা দেয়া হয়়। প্রতিজনকে ১০ কেজি চাল, ৫কেজি আলু, ১কেজি মসুর ডাল, ১কেজি লবণ, ১কেজি পেঁয়াজ, দুটি বড় সাবান দেওয়া হয়। 

এছাড়াও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও মাইকিং করা হয়েছে।