অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


পাষান্ড স্বামীর কান্ড ! তজুমদ্দিনে এক গৃহবধূর উপর নির্যাতন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ বিকাল ০৫:৪৭

remove_red_eye

১১৯২

বাংলার কন্ঠ ডেস্ক:: ভোলার তজুমদ্দিন উপজেলার শিবপুর খাসেরহাট এলাকায় এক সন্তানের জননী এক গৃহবধূর উপর যৌতুকের জন্য আমানবিক নির্যাতন চালানেরা অভিযোগ ওঠেছে বিদেশ ফেরত স্বামী মিজানুর রহমান ও শ^শুরবাড়ির স্বজনদের বিরুদ্ধে। এমন কি বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে শালিস চলাকালেও হামলা চালায় মিজানুর রহমানের লোকজন। মঙ্গলবার শম্ভুপুর ইউনিয়ন পরিষদ মেম্বার মোঃ বাবুল জানান, বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা হয়েছে। গৃহবধূ মুক্তামনির জানান, তার উপর প্রায় নির্যাতন চালানো হয়। ২০১১ সালে তার বিয়ে হয়। দেড় বছর আগে  স্বামী মিজানকে বিদেশ যেতে   টাকা দেন  হয় মুক্তামনির বাবা। ঝামেলা হওয়ায় বিদেশ থেকে ফিওে এসে ফের ব্যবসা করতে টাকা চায় মিজান। টাকা সময়মত না দিলেই তার উপর চলে অত্যাচার নির্যাতন। মুক্তামনির ভগ্নিপতি সোহাগ জানান, এ বিষয় নিয়েই তারা কয়েকদফা পারিবারিকভাবে সালিস মিমাংসায় বসেন। সর্বশেষ ইউপি মেম্বার বাবুল মিয়ার উপস্থিতিতে সালিশকালে তাদের উপর হামলা চালায় মিজান ও তার ভাই মিরাজ, রিয়াজ মাহাবুব , বাবুল আহমেদ। এ ঘটনায় তজুমদ্দিন থানায় মুক্তামনি বাদি হয়ে মামলা করেন। ওসি এসএম জিয়াউল হক জানান, আসামীদেও গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়েছে। তারা পলাতাক রয়েছে। তবে মিজানুর রহমান ও তার পিতা আবুল কাসেম জানান, পারিবারিক ভুল বুঝাবুঝি হয়েছে। তারা হামলা ও নির্যাতন করেন নি।