অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় মাদক ছেড়ে দেয়া ১১ যুবককে প্রধানমন্ত্রীর উপহার দিলেন ওসি


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ বিকাল ০৪:৪৫

remove_red_eye

৮০৯

মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় সদ্য মাদক ছেড়ে দেওয়া ১১ যুবককে প্রধানমন্ত্রীর উপহার ও খাদ্যসামগ্রী তুলে দিলেন ওসি সাখাওয়াত হোসেন। মাদক ছেড়ে দিয়ে সুস্থ্য জীবনে ফিরে আসতে উৎসাহ জোগাতে প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহার তুলে দেওয়া হয় বলে জানান ওসি।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের মাঠে এই উপহার ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। উপহার ও খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ২০ কেজি চাউল, ১ লিটার তেল, ৩ কেজি আলু ও ১ কেজি মশারীর ডাল।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, আ’লীগ সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, সিপিপি উপজেলা টিম লিডার এরফান উল্লা চৌধুরী অনি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়াসহ গণমাধ্যম কর্মীরা।