অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে জমি বিরোধ নিয়ে নিরীহ পরিবারের উপর হামলা


মো: ইয়ামিন

প্রকাশিত: ১০ই মে ২০২৪ রাত ১১:২৯

remove_red_eye

৩১৪

মো: ইয়ামিন : ভোলার দৌলতখান উপজেলার মধ্যে জয়নগর ৮নং ওয়ার্ডের নিরীহ পরিবার মো.ফরিদ মাল ও তার পিতা নুরুল ইসলাম মাল এবং তার স্ত্রী তাসলিমা বেগমের উপর জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে অসহায় পরিবারের উপর মারধরের অভিযোগ পাওয়া গেছে। গণমাধ্যম কর্মীদেরকে মো. ফরিদ মাল জানান, গত বুধবার ৮ মে আমার বাবা কে ব্যাংল্কস্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলেন তারই আপন ভাই আলি আহমেদ মাল, ও তার বড় ছেলে মো. লিটন মাল, এবং তার ছোট ছেলে মাহফুজ মাল, মো.আমিনুল মাল। আমার বাবা ব্যাংল্কস্ট্যাম্পে স্বাক্ষর না করার কারণে আমার চাচা ও তার ছেলেরা স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। তখন আমি ও আমার স্ত্রী আমার চাচা ও তার ছেলেদেরকে বাধা দেওয়ার চেষ্টা করিলে। আমার বাবাকে আমাকে আমার স্ত্রীকে এলো পাতালো ভাবে, কিল ঘুষি লাথি ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭ঘটিকার দিকে তাদের নিজ বাসার সামনে তাদের মধ্যে বাক বিটন্ডা হয় এক পর্যায়ে আলি আহম্মেদ মাল ও তার ছেলে লিটন মাল,মাহফুজ মাল,আমিনুল মাল মিলে ভিকটিম পক্ষ নুরুল ইসলাম মাল ও তার ছেলে এবং ছেলের বউ কে মারধর করে তাদের চিৎকার শুনে পার্শ্ব প্রতি লোকজন ছুটে এসে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে তাদেরকে হাসপাতলে নিয়ে যায়। এই বিষয়ে আলী আহমেদ মাল ও তার দুই ছেলেকে আহতর ঘটনা জিজ্ঞেসাবাদ করিলে তারা গণমাধ্যম কর্মীদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন । স্থানীয় মেম্বারকে একাধিক ভাবে ফোন ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি বলে তার বক্তব্য নেওয়া হয়নি। আহতরা ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।