অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা জেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান চাপড়ী আলিম মাদরাসা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই মে ২০২৪ সন্ধ্যা ০৬:২৫

remove_red_eye

৪২৪

তজুমদ্দিন প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাদরাসা পর্যায় ভোলা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে তজুমদ্দিন উপজেলার চাপড়ী আলিম মাদরাসা। 
ইতোপূর্বে এ প্রতিষ্ঠান পরপর তিনবার [২০২২—২০২৪] উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ  প্রতিষ্ঠান [মাদরাসা পর্যায়] নির্বাচিত হয়েছিল। 
সুত্র জানায়, মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান হারুন-এর দক্ষ পরিচালনায়, চাপড়ী আলিম মাদরাসার এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানের যাবতীয় অভাব পূরণ করে একটি শিক্ষাবান্ধব উন্নত পরিবেশ উপহার দেয়ায় আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন  প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি জনাব ইশতিয়াক হাসানসহ ম্যানেজিং কমিটির সদস্যরা ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অধ্যক্ষ হাবিবুর রহমান হারুন বলেন, এ সাফল্যের অংশীদার উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী,  অভিভাবক-এলাকাবাসী ও সাবেক-বর্তমান শিক্ষার্থীসহ সকলে। চাপড়ী আলিম মাদরাসার ধারাবাহিক অগ্রযাত্রায় আমরা সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।