অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ৩ হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ বিকাল ০৪:৩৫

remove_red_eye

৮৪৫



তজুমদ্দিন প্রতিনিধি: জেলার তজুমদ্দিন উপজেলায় আজ ৩ হাজার রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের নিজস্ব উদ্যেগে উপজেলার চাঁচড়া, শম্ভুপুর, সোনাপুর ও পঞ্চপল্লী এলাকায় রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
এসময় সামাজিক দূরুত্ব বজায় রেখে প্রত্যেকের মাঝে ১ কেজি খেজুর, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া ও হাপ কেজি মুড়ি তুলে দেন এমপি শাওন। ইফতার বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এখানে এমপি শাওন বলেন, মানুষ মানুষের জন্য। আমরা সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করি। তাই বৈশ্বিক এই মহামারিতে কর্মহীন অসহায় রোজাদারদের জন্য আমার পক্ষ থেকে এই প্রয়াস। খেটে খাওয়া মানুষ যাতে কোন কষ্ট না পায় সে ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশে সার্বক্ষণিক তারা সচেষ্ট আছেন বলে জানান তিনি।