অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

৩১৯

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে নদীর তীরে ফসলীক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। চরফ্যাশন উপজেলার বিছিন্ন দ্বীপ ইউনিয়ন কুকরি মুকরির চরপাতিলা গ্রামে নদীর তীরবর্তী জলাবদ্ধ জমিতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
 
স্থানীয়ভাবে জানা যায়, কুকরি মুকরি ইউনিয়নের চরপাতিলা গ্রামে নদী থেকে ভেসে তীরে ডুবন্ত জমিতে মানুষের লাশ দেখে কুকরি মুকরি নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে বুধবার সকালে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে।
 
কুকরি-মুকরি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো.নজরুল ইসলাম খন্দকার জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি।
 
লাশের গায়ে বেগুনি রঙের গেঞ্জি রয়েছে। মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য আজ ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।