অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫ | ৩০শে ফাল্গুন ১৪৩১


ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান’র ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মে ২০২৪ রাত ০৮:১৯

remove_red_eye

৩১৪

এইচ আর সুমন : ভোলায় নানা কর্মসূচীতে সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব মোশারেফ হোসেন শাজাহান’র ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৭ টায় ভোলা চরনোয়াবাদস্থ আলিয়া মাদ্রাসার সামনে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করা হয়। এরপর আলিয়া মাদ্রাসার সামনে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম এর ছোট ভাই ভোলা জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, বশির আহমেদ হাওলাদার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার, সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আওলাদ হোসেন বাহার, সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব, জেলা কৃষক দলের সভাপতি আঃ রহমান সেন্টু, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ ইউসুফ, সহ-সভাপতি আহাম্মদ উল্লাহ টুলু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরীসহ জেলা বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপি, জেলা শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন আলিয়া মাদ্রাসার মসজিদে ইমাম।
এছাড়া সকাল ১১টায় ভোলা জেলা বিএনপির অফিসে মরহুম আলহাজ্ব মোশারেফ হোসেন শাজাহান’র জিবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মরহুম আলহাজ্ব মোশারেফ হোসেন শাজাহান দল মতের উর্ধে। তিনি ২ বার মন্ত্রী ছিলেন। ভোলা জেলাকে নিরক্ষর মুক্ত করেছেন। ভোলাকে কৃঁড়ে ঘর মুক্ত করেছেন। তার একটাই কথা ছিল অসহায় মানুষের আমার কাছে কোনো দল নেই। তিনি ডোলাকে জাতীয় গ্রিডে যুক্ত করেন। ভোলার উন্নয়ন করাই ছিল তার মুল উদ্দেশ্য। তিনি আরো বলেন, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। ভোলা সদও, বোরহানউদ্দিন থেকে বহুবার জাতীয় সংসদ সদস্য ছিলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ূন কবির সোপান, এনামুল হক, কবির হোসেন, বশির আহমেদ হাওলাদার, সদর উপজেলার বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ নুরে আলম।

 





লালমোহনে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক সভা

লালমোহনে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক সভা

শেখ হাসিনা ও তার পরিবার দেশের হাজার  হাজার কোটি টাকা লুটপাট করেছে: মেজর (অব:)হাফিজ উদ্দিন

শেখ হাসিনা ও তার পরিবার দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে: মেজর (অব:)হাফিজ উদ্দিন

তজুমদ্দিনে মাছ ধরাকে কেন্দ্র করে  হামলা ও সংঘর্ষে আহত-৩

তজুমদ্দিনে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে আহত-৩

তজুমদ্দিনে বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার চৌধুরীর মৃত্যুতে মেজর হাফিজের শোক

তজুমদ্দিনে বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার চৌধুরীর মৃত্যুতে মেজর হাফিজের শোক

ভোলায় কোস্টগার্ডের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জন আটক

ভোলায় কোস্টগার্ডের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জন আটক

ভোলায় পরিবেশ বান্ধব ও স্বাস্থ্য সম্মতভাবে  বাড়ির আঙিনায় চলছে শুঁটকি উৎপাদন

ভোলায় পরিবেশ বান্ধব ও স্বাস্থ্য সম্মতভাবে বাড়ির আঙিনায় চলছে শুঁটকি উৎপাদন

তজুমদ্দিন ১ কেজি গাাঁজাসহ বাহিনীর প্রধান আটক

তজুমদ্দিন ১ কেজি গাাঁজাসহ বাহিনীর প্রধান আটক

তজুমদ্দিনে ইটভাটাকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা

তজুমদ্দিনে ইটভাটাকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা

স্বৈরাচারী হাসিনা আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে সাগরে ভাসিয়ে পালিয়েছে : নাজিম উদ্দিন আলম

স্বৈরাচারী হাসিনা আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে সাগরে ভাসিয়ে পালিয়েছে : নাজিম উদ্দিন আলম

মনপুরায় ছাগল চুরি'র ঘটনায় গ্রেপ্তারকৃতদের  জেল হাজতে প্রেরণ

মনপুরায় ছাগল চুরি'র ঘটনায় গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ

আরও...