অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে করোনা উপসর্গ নিয়ে মৃত নারীর দাফন সম্পন্ন: বাড়ি লকডাউন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ রাত ০১:৪৮

remove_red_eye

১০২৭

বাংলার কন্ঠ ডেস্ক:: করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া চরফ্যাশনের আমিনাবাদের হালিমাবাদ গ্রামের সুলতান আহমেদের স্ত্রী মাহামুদা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। ওই বাড়িটি উপজেলা প্রশাসন লকডাউন করেছে।

 

স্থানীয় সূত্র জানায়, সোমবার চরফ্যাশন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক করোনায় মৃত ব্যক্তিদের দাফন সংক্রান্ত কমিটি এ নারীর জানাজা নামাজ সম্পন্ন করলে পরিবারের ৪ সদস্য দাফন কাজ সম্পন্ন করেন। মরহুমার জানাজার নামাজে সামাজিক দূরত্ব বজায় রেখে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীন মাহামুদ, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামছুল আরেফিন, পরিবারের সদস্যরা সহ ১২ জন উপস্থিত ছিলেন। জানাজা নামাজে ইমামতি করেন চরফ্যাশন ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার মোঃ ইসমাইল।

 

উল্লেখ্য, গতকাল ২৬ এপ্রিল মাহামুদা বেগমের জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট বেড়ে গেলে পরিবারের সদস্যরা তাকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ হাসান মাহামুদের চেম্বারে নিয়া আসেন। ডাঃ হাসান মাহামুদ পরীক্ষা-নিরীক্ষা শুরু করার কিছুক্ষণ পর সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।