অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের গণসংযোগ ও লিফলেট বিতরণ


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ৫ই মে ২০২৪ বিকাল ০৫:৪২

remove_red_eye

৩২৩

ইসতিয়াক আহমেদ : ভোলা সদর  উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারনা জমে উঠেছে। প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পুরো উপজেলা। করছেন উঠান বৈঠকসহ নানা কায়দায় ভোট প্রার্থনা। ২১ মে নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন বর্তমান পরিষদের চেয়ারম্যান মো:মোশারেফ হোসেন।
শনিবার বিকালে তিনি ভোলা পৌরসভার উকিল পাড়া, সদর রোড,কালিণাথ রায় বাজার,নতুন বাজরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।  এসময় তার সাথে ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামানসহ নেতাকর্মীরা। এসময় মোশারেফ হোসেনের পক্ষে লিফলেট বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেস ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য আগামী ২১ মে ২য় ধাপে ভোলা সদর উপজেলার ১১৪ টি কেন্দ্রে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।





আরও...