অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে চোর চক্রের প্রধান দুই হোতা গ্রেপ্তার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ রাত ০১:৪০

remove_red_eye

৭৪০

বাংলার কন্ঠ ডেস্ক:: ভোলা জেলা চরফ্যাসন উপজেলার দুলারহাটে মোবাইল ও টর্চলাইট সহকারে চোর চক্রের অন্যতম হোতাসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে দুলারহাট থানা পুলিশ।

সোমবার দুলারহাট থানার এসআই মোঃ হেলাল উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় দুই চোরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চোর মোঃ লিটন খন্দকার (৩৭) পিং রফিক খন্দকার, গ্রাম-আহম্মদপুর ২নং ওয়ার্ড , থানা- দুলারহাট এবং মোঃ শাহ আলম পিং মৃত পঞ্চম আলী রারী (৩০) গ্রাম-দক্ষিন চর মঙ্গল, ৮নং ওয়ার্ড, থানা- শশিভুষন। থানার মামলা নং- ১২, ধারাঃ ৪৫৭/৩৮০ পেনাল কোড এর সন্দিগ্ধ ধৃত আসামী ১।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত দুই চোরের নাম ‍উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। আসামিদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।