অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


মায়ের মর্যাদায় দিয়ে দুই ভিক্ষুকের দায়ীত্ব নিলেন এমপি মুকুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ রাত ১২:৪৮

remove_red_eye

৯২৪

বাংলার কন্ঠ ডেস্ক:: ভোলা জেলার বোরহাউদ্দিন উপজেলার হাসান নগড় ইউনিয়নের ভিক্ষা করা দুই বৃদ্ধ মহিলাকে মায়ের মর্যাদা দিয়ে আজীবনের জন্য তাদের দায়ীত্ব নিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ভোলা- ২ আসনের সংসদ সদস্য  আলী আজম মুকুল। এমপি মুকুল বলেন আমার কাছে এই বৃৃদ্ধ অসহায় মহিলা প্রায়ই আসত আমি সাধ্যানুযায়ী সহায়তার চেষ্টা করতাম। পরববর্তীতে চিন্তা করলাম সে তো আমার মায়ের মতই। তাই তাদের আমার মায়ের মর্যাদা দিয়ে আমৃত্যু তাদের দায়ীত্ব নিয়ে নিলাম। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত মুজিব বর্ষের সেরা উপহার পাকা ঘর প্রদাণ করে দেয়া হয়েছে তাদেরকে। তাদের ভিক্ষাবৃত্তি থেকে মাতৃসমতুল্য দুই নারীকে ফিরিয়ে এনেছেন। এমপি বলেন, আমি যতদিন জীবিত থাকব ততদিন আমার এই দুই মায়ের অন্ন, বস্ত্র ও চিকিৎসার সকল দ্বায়ীত্ব সন্তান হিসাবে পালন করবো।