অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


করোনা দুর্যোগকালীন মানুষের পাশে থাকার অঙ্গিকার করলেন এমপি শাওন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ রাত ১২:৪৩

remove_red_eye

৫৬৫

বাংলার কন্ঠ ডেস্ক:: ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। যে কোন দুর্যোগে আমরা সবসময় আপনাদের পাশে থাকি। লালমোহন ও তজুমদ্দিনের ৫ লক্ষ মানুষের মুখে হাসি দেখলে আমি হাসি, কষ্টে থাকলে আমি ব্যথিত হই। সোমবার সকালে লালমোহন পৌর এলাকায় ৩ হাজার রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় এমপি শাওন বলেন, করোনা ভাইরাস সারা পৃথিবীতে মানবজাতীকে একের পর এক আক্রান্ত করে যাচ্ছে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আল্লাহ যেন দ্রুত সকলকে ভালো করে দেন। যতদিন করোনা থাকবে ততদিন আমি আপনাদের পাশে আছি। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহেদুল ইসলাম নবীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজু তালুকদার, সম্পাদক শফিকুল ইসলাম বাদল প্রমূখ উপস্থিত ছিলেন।