অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় বৃষ্টির জন্য দোয়া ও ইসতিসকার নামাজ আদায়


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:০২

remove_red_eye

৩৭৪

মনপুরা প্রতিনিধি : ভোলায় তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য  দোয়া ও ইসতিসকার নামাজ আদায় করা হ‌য়ে‌ছে । আজ শ‌নিবার সকা‌লে ভোলার মনপুরা উপ‌জেলার মনপুরা ইউ‌নিয়‌নের রাম‌নেওয়াজ বাজার জা‌মে মস‌জিদ মা‌ঠে সালাতুল ইসতিসকার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।  নামাজের ঈমামতি করেন মাওলানা মো: র‌ফিকুল ইসলাম।

এসময় নামা‌জে অংশ নি‌তে মনপুরা উপ‌জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মুসল্লিরা আ‌সেন।

এসময় মুস‌ল্লিরা নামাজে দাঁড়িয়ে মহান আল্লাহ্’র দরবারে বৃষ্টির জন্য সাহায্য চান। নামাজ শেষে হাত তুলে আল্লাহ্’র কাছে দেশব্যাপী তাপ প্রবাহ পরিস্থিতি থে‌কে মু‌ক্তির জন‌্য মোনাজাত  করেন তারা।