অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে আইসোলেশন ও লকডাউনে থাকা পাঁচ বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২০ বিকাল ০৪:৫৭

remove_red_eye

৮৪৫

বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলা-১ আসনের সাংসদ সদস্য আলী আজম মুকুল এর নির্দেশনায় বৃষ্টি উপেক্ষা করে আইসোলেশনে থাকা পরিবার গুলোকে খাদ্য শষ্য পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী। বোরহানগঞ্জ সংলগ্ন পন্ডিত বাড়িতে আইসোলেশনে থাকা শিশুটি সহ লকডাউনে থাকা ৫টি বাড়িতে এ খাদ্য শষ্য দেওয়া হয়। অন্যদেরকে পরে পৌঁছানো হবে বলে জানান। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান, স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এর নির্দেশনায় বরিবার সকালে কাচিয়া ইউনিয়নের আক্রান্ত আইসোলেশনে থাকা শিশুটির জন্য ’শিশু খাদ্য” প্যাকেজ এবং লকডাউনে থাকা ৫ টি পরিবারের জন্য খাদ্য শষ্য আমি পৌছে দিয়েছি।যাতে আপদকালীন সময়ে ওই পরিবারগুলোর খাদ্য কষ্ট না হয়। প্রতিটি পরিবারের জন্য ৩০ কেজি চাল, ৫ কেজি করে সয়াবিন, চিনি, আলু, ২ কেজি ছোলা, ১ কেজি মশুর ডাল বিতরণ করা হয়েছে।পরে অন্যদের ও দেওয়া হবে।এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন।