অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তিন লাখ জনসংখ্যার দেশ ভানুয়াতুর কাছে হেরে গেলো জিম্বাবুয়ে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২৪ বিকাল ০৪:০৪

remove_red_eye

৪৬০

দেশের নাম ভানুয়াতু। হয়তো অনেকে নামই শুনেননি। তিন লাখের মতো জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রটি বিশ্বকাপ বাছাইয়ে এবারই প্রথমবার সুযোগ পেয়েছে। আর শুরুতেই দেখিয়েছে বড় চমক।

নারীদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ১২তম দল জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে ৩০ নম্বরে থাকা ভানুয়াতু। বিশ্বকাপ বাছাইয়ের উদ্বোধনী দিনে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে দলটি।

আবুধাবিতে টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ বাছাইয়ের 'বি' গ্রুপের ম্যাচে জিম্বাবুয়ে এই ফরম্যাটে তাদের সর্বনিম্ন স্কোর ৬১ রানে অলআউট হয়ে যায়। খেলতে পেরেছে মোটে ১৩.৩ ওভার।

জিম্বাবুয়ের তিনজন ব্যাটার কেবল দুই অংকে পৌঁছতে পেরেছেন। তারা হলেন-শার্নে মায়ার্স (১৬), চিপু মুগেরি-তিরিপানো (১১) আর জোসেফিনে এনকোমো (১০)।

ভানুয়াতুর লেগস্পিনার নাসিমানা নাভাইকা ১৩ রানে ৪টি আর অফস্পিনার ভানেসা ভিরা ১৪ রানে নেন ২টি উইকেট।

জবাবে ১৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভানুয়াতু। দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতেও ২১ রান করেন নাসিমানা নাভাইকা।

 

 

সুত্র জাগো