অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় আইসোলেশনে ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২০ সকাল ১১:৩৯

remove_red_eye

১৪৫৫

অচিন্ত্য মজুমদার:: করোনা উপসর্গ নিয়ে ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোররাতে মোঃ ইউনুছ হাওলাদার নামে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে। সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার ওই বৃদ্ধ জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে আসলে তাকে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এছাড়া করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়।

ভোলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এ পর্যন্ত ২৫৮ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকা ও বরিশাল পাঠানো হয়। তার মধ্যে ২২৬ জনের নমুনা রির্পোট এসেছে। এর মধ্যে ২২৪ জনের রির্পোট নেগেটিভ আসলেও ২ জনের রির্পোট পজেটিভ আসে।