অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় খাল থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৬

remove_red_eye

২৫০

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় খাল থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার বিকেল ৪ টায় অপমৃত্যু মামলা শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন বিচ্ছিন্ন ৫ নং কলাতলী ইউনিয়নের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এস. আই নজরুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ৪ টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের আবাসন বাজার সংলগ্ন আজিজের খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে কলাতলী ফাঁড়ি পুলিশ।

বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের ফাঁড়ি পুলিশের ইনচার্জ নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে আজিজের খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। পরে শুক্রবার বিকেলে ইউডি মামলা শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত বৃদ্ধের কো পরিচয় পাওয়া যায়নি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, অজ্ঞাতনামা বৃদ্ধের নাম পরিচয় পাওয়া যায়নি। ইউডি মামলা শেষে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।