অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৭

remove_red_eye

২৭৪

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। একইদিনে প্রদর্শনীর পর মেলার সমাপ্তি হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রানিসম্পদ দপ্তর সামনে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলায় ৩০টি স্টলে উপকূলের প্রান্তিক খামারিরা তাদের উন্নত জাতের গরু, বাছুর, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও কবুতর প্রর্দশন করে। পরে মেলায় অংশগ্রহনকারী খামারীদের মধ্যে তিন জনকে পুরুস্কার দেওয়া হয়।

প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ওসি মোঃ জহিরুল ইসলাম, হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি নিজাম উদ্দিন হাওলাদার, ভোলা জেলা প্রাণিসম্পদ দপ্তরের অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারাজিয়া রহমান সম্পা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাহতাবউদ্দিন অপু ভূইঁয়া, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, সাংবাদিক মোঃ মামুন, শহিদুল ইসলাম, খামারিরা প্রমুখ।