অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

৩২৬

চরফ্যাশন প্রতিনিধি : প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাশন উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ও প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পৌরসভার মেয়র এম মোরশেদ এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.রহমত উল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম সৌরভ,উপজেলা খাদ্য কর্মকর্তা সিদ্দিক,সিপিপি কর্মকর্তা মেসবাহ,স্থানীয় কাউন্সিলর গিয়াস উদ্দিনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ মাঠপর্যায়ের প্রাণিসম্পদ উপ-সহকারী কর্মকর্তা ও প্রদর্শনে অংশগ্রহণকারিরা উপস্থিত ছিলেন। বেলা ১১টায় অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করে অনুষ্ঠান উদ্বোধন করেন।
এসময় বক্তারা বলেন, খামারিদের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগীতায় ব্যাংক ঋণ দেয়া হলে উদ্যোক্তারা এগিয়ে আসবেন। একই সাথে এ প্রদর্শনী দ্বারা নতুন নতুন গবাদিপশু পাখির খামার এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে তরুণ প্রজন্মের শিক্ষিত বেকার যুবকদের গবাদিপশু পাখি পালনে এগিয়ে আসার আহবান জানান তারা।
দুপুরে গবাদিপশু পাখি প্রদর্শনে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শেষ করা হয়।