অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লক্ষ্মীপুর-নোয়াখালী থেকে ভোলায় আসা ৪৬ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২০ রাত ১০:৪৩

remove_red_eye

১৪৩৭

অচিন্ত্য মজুমদার :: করোনা ভাইরাস সংক্রামনরোধে সরকারের দেয়া নিশেধাজ্ঞা অমান্য করে নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা থেকে ভোলায় আসা ৪৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ শুক্রবার বিকালে সদর উপজেলার ইলিশা ফেরীঘাট থেকে নিয়ে তাদেরকে স্থানীয় একটি মাদ্রাসা ভবনে কোয়ারেন্টাইনে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। এদের মধ্যে পুরুশের পাশাপাশি ৭ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

এ তথ্য নিশ্চিত করে ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, নৌ পথে ইলিশা-লক্ষ্মীপুর রুটের ফেরীতে করে লক্ষীপুর ও নোয়াখালী জেলা ৪৬ জন যাত্রী ভোলায় আসলে ফেরীঘাট এলাকায় থেকে কোস্টগার্ড ও পুলিশ তাদের আটক করে। পরে তাদের ইলিশা মৌলবীরহাট দাখিল মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন রাখা হয়। এছাড়া তাদের খাবার ব্যবস্থা করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাকে নির্দেশ দেয়া হয়েছে।
 
 এ পর্যন্ত জেলায় সর্বমোট ১১৯৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫০৮ জন। এছাড়া আইসোলেশনে আছেন ১ জন।