অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে জাহানপুর আল-ফালাহ যুব কল্যাণ পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৫২

remove_red_eye

৫২৯

ইসরাফিল নাঈম, শশীভ‚ষণ : ভোলার চরফ্যাশনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাহানপুর আল-ফালাহ যুব কল্যাণ পরিষদ এর উদ্যোগে কেরাত মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
রবিবার (১৪ মার্চ ) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বাসিরদন বাজার মসজিদ সংলগ্ন মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 শশীভ‚ষণ কাছেমুল উলুম রাব্বানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাও. আব্দুল মালেক এর সভাপতিত্বে ও জাহানপুর আল-ফালাহ যুব কল্যাণ পরিষদ এর আহব্বায়ক মাও. আবদুল্লাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী। এসময় বিশেষ আকর্ষণ হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন এমদাদিয়া এবং মুক্তকন্ঠ শিল্পীগোষ্ঠী।
সংগঠনের সদস্য সবুজ ফরাজী এবং স্বেচ্ছাসেবক আব্বাস মাতাব্বর ও লিটন পাটওয়ারীর পরিচালনায় আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জাহানপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী আকবর ফরাজী, বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম পঞ্চায়েত, জাহানপুর ৪ নং ওয়ার্ড সাবেক মেম্বার বজলুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, এই সংগঠনটি কয়েকটি সামাজিক কাজ নিয়ে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।