অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে মা ইলিশ রক্ষার অভিযানে ৭১ জেলে আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৯ রাত ০৯:৫৬

remove_red_eye

৮৮৭

 

 

বোরহানউদ্দিন প্রতিনিধি : দেশের সবচেয়ে বড় ইলিশ প্রজনন কেন্দ্র ভোলার বোরহানউদ্দিন মেঘনা, তেতুলিয়া নদীতে টানা ২২দিন অভিযানে ৭১ জেলে আটক, ১টন ইলিশ ও প্রায় ২ লক্ষ মিটার জাল জব্দ করেছেন মৎস বিভাগ। আটক ৭১ জনের মধ্যে ৪২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও বাকীদের ৮৯ হাজার টাকা জরিমানা করেছেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা খালেদা খাতুন রেখা ও কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। জব্দকৃত জাল স্থানীয় সংবাদকর্মীদের সামনেই পুড়িয়ে ফেলা হয় ও জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিলি করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার খালেদা খাতুন রেখা, সিনিয়র মৎস কর্মকর্তা এ এফ এম নাজমুল সালেহীন, ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন। সিনিয়র মৎস কর্মকর্তা এ এফ এম নাজমুল সালেহীন দাবী করেন, এ বছর অন্যান্য বছরের তুলনায় কঠোর ভাবে অভিযান পরিচালিত হওয়ার ফলে ইলিশের উৎপাদন কয়েক গুন বাড়বে । উপজেলা জেলে কল্যান সমিতির সভাপতি জাহাঙ্গির মাঝি জানান, এ বছর যে হারে মেঘনা তেতুলিয়ায় অভিযান পরিচালিত হয়েছে আশাকরি সামনের ইলিশ মৌসুমে জেলেদের জালে ঝাকে ঝাকে ইলিশ ধরা পড়বে।