অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে আমেনাতুল উলুম নুরানী হাফেজী ও ক্বাওমী মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৩৮

remove_red_eye

২৩৩

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে আমেনাতুল উলুম নুরানী হাফেজী ও ক্বাওমী মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) বিকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের সূর্য খালি আঃ মালেক মুন্সি বাড়ির দরজায় মাদ্রাসার প্রাঙ্গানে এ ইফাতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান মুন্সির সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জাহানপুর কারামাতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মাকছুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন হাওলাদার, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর ফরাজি, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রতন, সাবেক চেয়ারম্যান ইউনুস নসু মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ রিয়াজ উদ্দিন, এনায়েত উল্লাহ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল পঞ্চায়েত, মাদ্রাসার সভাপতি শাহাজল হক, কোষাধ্যক্ষ মো. কাউছার আহমেদের প্রমূখ ।
এসময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ও মোহতামিম তাদের বক্তব্যে সকলের সার্বিক সহযোগিতা চেয়ে মাদ্রাসার বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।
উল্লেখ্য, মাদ্রাসাটি ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় নুরানী, নাজেরা, হিফয ও শুনানি সম্বনয়ে চালু হয়ে ২০২৪ শিক্ষাবর্ষে এখন ভর্তি চলছে।